শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: শিকল-তালায় কিশোরকে বন্দী রাখল পরিবার, 'ট্রিটমেন্ট' ওঝা-তান্ত্রিকের জলপড়া-মাদুলি

Riya Patra | ১৪ জুন ২০২৪ ১৪ : ১৩Riya Patra



মিল্টন সেন,হুগলি: আষ্টেপৃষ্টে শিকল জড়িয়ে তালা মেরে রাখা হয়েছে দশম শ্রেণীর ছাত্রকে। তাও গত আট দিন ধরে। তাকে নাকি ভূতে ধরেছে! এই আশঙ্কায় চেন-তালা দিয়ে রাখা হয়েছে কিশোরকে। অমানবিক ছবি কেওটার হেমন্ত বসু কলোনিতে। শুরুতে কয়েকদিন ওঝা-তান্ত্রিকের জলপড়া মাদুলি ইত্যাদি দিয়ে 'ট্রিটমেন্ট'ও চলেছে। ফল না হওয়ায় ডাক্তারের দারস্ত পরিবার। আপাতত কিছুটা ঠিক। কিন্তু এভাবেই চেন তালা বন্দিদশায় কেটে গেছে আট দিন। ঘটনার খবর পেয়ে কিশোরের বাড়িতে উপস্থিত বিজ্ঞান মঞ্চ এবং চুঁচুড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট দিন ধরে হেমন্ত বসু কলোনি এলাকায় এক স্কুল ছাত্রকে ভুতে ধরেছে এমন খবর ছড়িয়ে পড়ে। এটাও জানা যায় ওই কিশোরের পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওঝার থেকে জল পড়া এনে খাওয়ানোর সঙ্গে পড়ানো হয়েছে মাদুলি। কোনও কাজ হয় নি। কিন্তু কেন চেন তালা দিয়ে বেঁধে রাখা হল? এই প্রশ্নের উত্তরে কিশোরের বাবা কার্তিক মালাকার জানিয়েছেন, তাঁর ছেলে দশম শ্রেণীর ছাত্র। দিন অটেক আগের ঘটনা। ছেলে প্রাইভেট পড়তে গিয়েছিল সেদিন। বাড়িতে ফিরেই চেঁচামেচি শুরু করে। কোনও ভাবেই পরিবারের সবাই মিলেও তাকে ধরে রাখা যাচ্ছিল না। এলোপাথাড়ি হাত পা ছুঁড়ছিল। তারপরই তাকে শিকল দিয়ে বাধার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার অনেকেই তখন বলে, ওকে নাকি ভূতে ধরেছে। ওঝা-তান্ত্রিকের কাছে যেতে হবে। খবর নিয়ে পূর্ব বর্ধমানের বড়শূলে ওঝার বাড়ি যাওয়া হয়। টাকার বিনিময়ে জল পড়া ও মাদুলি নিয়ে আসা হয় সেখান থেকে। যদিও জল পড়া মাদুলিতে তাঁর ছেলের শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। এরপর ডাক্তার দেখানো হয়। বন্দী কিশোরের দিদি টিনা মাল বলেছেন, এভাবে তাঁর ভাইকে বেঁধে রাখতে হয়েছে, তাঁদের সকলের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ছে। কী থেকে কী হচ্ছে, বুঝতে পারছেন না তাঁরা। ডাক্তার দেখিয়ে এখন কিছুটা পরিবর্তন হয়েছে, ভালো আছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য দিব্যজ্যোতি দাস বলেন, এখনও শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করেন তা এই ঘটনা থেকেই পরিষ্কার। তিনি কিশোরের পরিবারকে বলেছেন চিকিৎসকের পরামর্শ নিতে। কুসংস্কার দূর করতে অবিলম্বে ওই এলাকায় সচেতনতা শিবির করার কথা বলেছেন তিনি।
ছবি পার্থ রাহা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



06 24